সর্বশেষ তথ্যানুযায়ী, হাদী হত্যা মামলার খুনি ফয়সাল মাসুদ এখনও দেশেই রয়েছে এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ভবনের একটি রুমে তাকে রাখা হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি আরও জানান, নির্বিঘ্নে ভারতে পাঠানোর জন্যেই কচুক্ষেতিদেরকে দিয়ে আগেভাগেই প্রচার করা হচ্ছে ফয়সাল ভারতে চলে গিয়েছে৷
আজ ৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছবি প্রকাশ করে এ তথ্য জানান ইলিয়াস হোসেন।

বাস্তবে ফয়সাল দেশেই আছে এবং বর্তমানে সেনাবাহিনীর হেফাজতেই রয়েছে বলে দাবি জানান তিনি। ফয়সাল মাসুদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় বলেও অভিযোগ করেছেন ইলিয়াস। ইলিয়াসের দাবি, চাপের মুখে পড়ে ডিবিকে এই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।
ইলিয়াস হোসেন জানান, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জোরালোভাবে জানানো হয়েছে। তাদের দাবি , খুনি এখনও দেশেই রয়েছে , আপনারাও বিভ্রান্ত হবেন না৷ । হাদী হ’ত্যার বিচার হতেই হবে, ইনশাআল্লাহ্৷

