আজ ৭ সেপ্টেম্বর রোজ রবিবার গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়?
এই পোস্টে নুরুল হক নুর লিখেছেন,
“তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? ২০০৯-২৫ সালের গুম, খুন, বর্বরতা ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেঁটুদের চালু করা শব্দ ‘মব মব’ করেন, গত ১ বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে?”
নুর আরও লিখেন,
“জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ড. ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি?”
বক্তব্যের শেষাংশে তিনি লিখেছেন,
“বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা-জাপা-লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই।”
প্রসঙ্গরত, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে কাকরাইলের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর বেদম লাঠিপেটায় নুরসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যান। তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।