ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে মৃত মুরগির মাংস বিক্রির অভিযোগে বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে জরিমানা করা হয়েছে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় সাথে ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ সহ ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে বলেন, মৃত মুরগির মাংস বিক্রয়ের অভিযোগে বাজার পরিদর্শন করলে তার সততা মিলে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এসিল্যান্ড শফিকুল ইসলাম এক ব্যবসায়ীকে ২ হাজার এবং আমি একজন ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করি। এছাড়াও ওইসব মাংস বিনষ্ট বা ধ্বংস করি। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

