সরকার বাংলাদেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে , যা বেড়ে যাবে আড়াই গুণ পর্যন্ত । প্রতি ইউনিট গ্যাসের দাম বর্তমানে ৩০ টাকা ৭৫ পয়সা, যা ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী । এই দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন ব্যবসায়ীরা এবং তাদের দাবি হল, হটাৎ গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। তারা মনে করছেন যে, গ্যাসের দাম বাড়ালে দেশীয় উৎপাদন ব্যাহত হবে এবং ব্যবসায় বিনিয়োগে ক্ষতি হতে পারে।
অপরদিকে, নীতি নির্ধারকরা জানিয়েছেন যে, এই উদ্যোগ নেওয়া হয়েছে দাতা সংস্থার পরামর্শমতে ভর্তুকি কমানোর জন্য । বিগত দুই বছর আগে বাংলাদেশ সরকার শিল্পখাতে এই গ্যাসের দাম বাড়িয়েছিল ১৭৮ শতাংশ পর্যন্ত , তবে তখনও কাটেনি গ্যাসের সংকট । উৎপাদন অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পখাতের এই গ্যাসের অস্থির সরবরাহের কারণে ।