এস এ সরকার টুটুল, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলিয়া গ্রামে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর শীতকালীন মহড়া। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এই মহড়া পরিদর্শন করেন তিনি। প্রায় ঘন্টাব্যাপী সামরিক মহড়া উপভোগ করেন ওয়াকার-উজ-জামান। সামরিক প্রশিক্ষণ যেন রূপ নেয় এক সত্যিকারের যুদ্ধের ময়দানে। যেখানে শত্রুপক্ষ দেশের উপর হামলা করলে কিভাবে তা মোকাবেলা করা হবে তার বাস্তব চিত্র ফুটিয়ে তুলা হয়। সেনাবাহিনীর অত্যাধুনিক টেংক কামান আর মর্টার শেলের মাধ্যমে শত্রু বধের দৃশ্য চিত্রায়িত হয়। প্রতিবছরের মতো এবারও শীতকালীন মহড়ার পাশাপাশি এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় সেনাসদরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। পরে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ওয়াকার-উজ-জামান।