চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে নিহত হয়েছেন ৫৩ জন ।৭ জানুয়ারি (মঙ্গলবার) এক প্রতিবেদনে এএফপি এই তথ্য জানিয়েছে ।
৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে ধসে পড়েছে বহু ঘরবাড়ি বলে খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো ।এই কম্পন প্রতিবেশী নেপাল ও ভারতেও অনুভব করা গেছে । তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আহাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
চীনের বার্তা সংস্থা অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের তিব্বতের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে । তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছেই ছিল ভূমিকম্পের উপকেন্দ্র ।