নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, বাংলাদেশে খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।
তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষের পাশে থাকবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা কল্পনারও করেনি ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হবে। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে।