আজ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হচ্ছে ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’।
দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করা হয়েছে আনন্দ শোভাযাত্রা । এ ছাড়াও সংগঠনটির পক্ষ থেকে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করার ঘোষণা করা হয় ।
৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকালে,বর্ণাঢ্য র্যালি বের হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌরসভা পার্ক থেকে । বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে নেতাকর্মীরা পথসভা করে । এ ছাড়াও হবিগঞ্জ, নড়াইল রাজবাড়ী, নওগাঁসহ বিভিন্ন জেলায় নানা আনুষ্ঠানিকতা ছিল ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল ।