১০৪ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই হলেন পাঞ্জাবের বাসিন্দা। অভিযোগ উঠেছে যে, তাদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে দেশে, যদিও এর সত্যতা পুরোপুরি নিশ্চিত হয়নি।
বৈধ ভিসার আশায় ৩৬ বছর বয়সী জসপাল সিংসহ অনেকেই বিপুল অর্থ খরচ করে ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার । তারা পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকোসহ বিভিন্ন দেশ পেরিয়ে পৌঁছান যুক্তরাষ্ট্রে । অনেকে প্রাণ হারিয়েছেন পথিমধ্যে । তবে তারা সীমান্ত পার হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষের হাতে আটক হন এবং চিহ্নিত হন ‘অবৈধ অভিবাসী’ হিসেবে ।
৫ ফেব্রুয়ারি (বুধবার) টেক্সাস থেকে রওনা হয়ে মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে তাদের নামানো হয় পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে । তাদের মধ্যে রয়েছে ২৫ জন নারী ও ১২ জন শিশু, যার মধ্যে সবচেয়ে কম বয়সের সদস্যের বয়স মাত্র চার বছর।
এখনও ভারত সরকার তাদের নাগরিকত্ব যাচাই করছে এবং উপযুক্ত নথিপত্র নিশ্চিত হওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।