রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক বাড়ি, যা পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল জাদুঘরে , সেটি আজ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা । বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়, যা ভোরের দিকে তীব্র আকার ধারণ করে। অনেক অংশে আগুনও লাগানো হয়।
বিক্ষুব্ধরা দাবি করেন যে, এটি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের একটি অংশ এবং এটি ভবিষ্যতের শাসকদের জন্য একটি বার্তা। তারা স্লোগান দিয়ে ‘ঈদ মোবারক’ বলে উল্লাস প্রকাশ করে। বৃহস্পতিবার দুপুর বেলা এক্সকেভেটর বন্ধ থাকলেও, শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছিল। আন্দোলনকারীরা বলছেন, জনগণ স্বৈরাচারের কোনোরকম চিহ্ন রাখতে চায় না এবং তারা রাস্তায় রয়েছেন ফ্যাসিবাদ প্রতিহত করার জন্য।