আওয়ামী লীগ সরকার থাকাকালীন ‘ভাতের হোটেল’ নামে পরিচিত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয় নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “ডিবি কার্যালয় এখন আগের মতো নেই । এখানে থাকবে না কোন আয়নাঘর ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। ছিনতাই বেড়ে গিয়েছে ঠিকই, তবে অপরাধীদের ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ।”
লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি জানান, “যদি পুলিশের কাছে কোনো ভুক্তভোগী আসে, তাদেরকে সাহায্য করা হবে। আইনের আওতায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বাংলাদেশ বর্ডার পরিস্থিতি নিয়ে তিনি জানান, “টেকনাফে অপহৃত সবাইকে উদ্ধার করা গিয়েছে । আরাকান আর্মিরা যে বর্ডার দখল করে রেখেছে তা নিয়ে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে। এখন সীমান্ত নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে ।”