পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের মধ্যে হয়েছে তুমুল গোলাগুলি । সারারাত দুই পক্ষের গোলাগুলিতে ৪ মাওবাদী নিহত হয়েছে । এছাড়াও নিহত হয়েছেন এক পুলিশও ।৪ জানুয়ারি (শনিবার) গভীর রাতে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে এই লড়াই চলে বলে জানা যায় হিন্দুস্থান টাইমস থেকে ।
ভারতীয় সংবাদপত্রিকায় বলা হয়েছে, শক্ত ঘাঁটি হিসেবে রয়েছে অবুঝমাড় ছত্তিশগড়ের মাওবাদীদের দীর্ঘকাল ধরে । অবুঝমাড়ে মাওবাদীদের হারাতে দান্তেওয়াড়া, জগদলপুর, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং একটি যৌথ দল অভিযান চালায় বিশেষ টাস্ক ফোর্সের ডিআরজির । এর জেরে শনিবার সন্ধ্যা থেকে লড়াই শুরু হয় দুইপক্ষের মধ্যে ।
দুপক্ষের গুলির লড়াই চলে কয়েকঘণ্টা ধরে । অনুসন্ধান অভিযান চালানো হয় লড়াই থামার পর । এরপর ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় এবং তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি এর পোশাক পরে ছিল ।