জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি।” তিনি স্পষ্ট ভাষায় বলেন, এনসিপি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে নয়, জনগণের পাশে দাঁড়িয়ে মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান করতেই রাজনীতিকে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে।
শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে, দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে অনুষ্ঠিত “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে নাহিদ ইসলাম বলেন,
“জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আমরা মনে করি, জনগণই আমাদের বৈধতা। তরুণেরা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, আপনার ছেলেমেয়েরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় আন্দোলনে অংশ নিয়েছিল, আমরা সেই স্বপ্ন ভাঙতে দেব না; বরং এটি বাস্তবায়ন করাই হবে আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা, বিশেষ করে উত্তরবঙ্গের মতো দীর্ঘদিন ধরে অবহেলিত অঞ্চলের মানুষের।
নাহিদ ইসলাম এই সভায় বলেন,
“স্বৈরাচারবিরোধী আন্দোলনের যে চেতনা নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল, এখন সময় এসেছে সেই চেতনাকে সংগঠিত শক্তিতে রূপান্তর করার। আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব, সংগঠনের বিস্তার জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে ঘটাব আমরা।”
তিনি ঘোড়াঘাটের স্থানীয় সংগঠকদের উদ্দ্যেশ্য করে বলেন, “আপনারা এই অঞ্চলের মানুষের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের পাশে থাকুন। আমরা ঢাকায় বড় কথা বলব না। আমরা মাঠে নেমে মানুষের সমস্যা শুনে হাঁটব সমাধানের পথে ।”
পথসভায় নাহিদ ইসলাম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান,
“আগামী ৩ আগস্ট, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে আমরা প্রকাশ করবঃ মাদের জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ।”
এই ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সভার উপস্থিত জনতার মধ্যেও কর্মসূচিটি নিয়ে কৌতূহল লক্ষ্য করা গেছে।
Tasin/DBN