আজ ৫ মার্চ রোজ বুধবার সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে পরিচিতি সভায় শিক্ষামন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ১০ মার্চের মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো হবে।
তিনি উল্লেখ করেন, বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার এর দায়িত্ব নিলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে । এছাড়া, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম বা শিক্ষা পদ্ধতি, যা আগামী দুই থেকে তিন বছর স্থির রাখার পর আবার যুগোপযোগী করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি ।