জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিক্রান্ত হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার সম্পন্ন না হওয়া ন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দুঃখজনক বলে জানিয়েছে। তিনি মন্তব্য করেন যে দেশের মানুষকে এই বিচারের দীর্ঘসুত্রিতা হতাশ করেছে বলেও ।
৫ ফেব্রুয়ারি (বুধবার ) ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের বুকের তাজা রক্তে বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্রের স্বপ্ন বুনে গেছেন। তাদের অকৃত্রিম আত্মত্যাগ ও অনন্য সাহসিকতার ফলের স্বৈরশাসনের পতন হয়েছে।
ছাত্রশিবির সভাপতি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের পরিবর্তে মুক্ত করা হচ্ছে জামিনে , যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনও বিভিন্ন স্থানে হামলা করছে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে শুরু করেছে । সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালিসহ আগামী এক সপ্তাহ নানা কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির।