ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিপিএলের ফাইনালের আগে টুর্নামেন্টের অনিয়ম হওয়ার কারণে ও ফিক্সিং অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি সুষ্ঠু তদন্ত চেয়েছেন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, অন্যথায় হুমকি দিয়েছেন বিপিএল ছাড়ার ।
অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহীর একাধিক অনিয়ম , চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া এবং দশজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের । তবে আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি বিসিবি বা আকসু ।
মিজানুর রহমান অভিযোগ করেন যে, দল চালায় কিছু ফ্র্যাঞ্চাইজি ফিক্সিংয়ের মাধ্যমে , যা ভাবমূর্তি নষ্ট করছে দেশের ক্রিকেটের । তবে তিনি কিছু পরিবর্তনের আশ্বাস পেয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর এবং ভবিষ্যতে টুর্নামেন্টে থাকার সম্ভাবনাও রেখেছেন।