ময়মনসিংহের তারাকান্দায় নিজ বসত বাড়ীর পাশ থেকে আব্দুল সাত্তার (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে তারাকান্দা থানাধীন ১০ নম্বর বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী পূর্বপাড়া এলাকায় নিহতের প্রতিবেশী জনৈক নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে মাদকজাতীয় দ্রব্য সেবনে অভ্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.তানভীর আহম্মেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃতদেহ তল্লাশি করে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

