নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুরে আগমন উপলক্ষে নির্বাচনীয় কেন্দ্র পরিদর্শন, উপজেলা পরিষদের প্রধান গেইট উদ্বোধন, টিন ও বিভিন্ন দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক বিতরণ করে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সোমবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহম্মেদ, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রমূখ। এছাড়াও অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন, ডিসি মহোদয়ের সফল সঙ্গী হিসেবে সাথে ছিলেন উনার সহধর্মিনী মোছাঃ রেজাকা পারভিন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, পিআইও বেগম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমনে হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে বলা হয়। এর আগে ডিসি মহোদয় ও উনার সহধর্মিনীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।

