তুরস্ক সরকারের সমালোচনা করায় ৯ জনকে কারাগারে বন্দির আদেশ করা হয়েছে । আদেশক্রমে তুরস্ক আদালত । গত সপ্তাহে এরদোয়ানের সমাবেশ চলাকালে ভিক্ষোভ করেন তারা ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৯ নভেম্বর) একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে ‘জাহাজে করে গাজায় বোমা যাচ্ছে’ও ‘গণহত্যায় মদদ দেয়া বন্ধ করো’ এমন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, সরকার ফিলিস্তিনের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
তবে পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে ‘অপমান’এবং বেআইনিভাবে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগ আনা হয়। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে, এ ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল বিষয়টিকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন।
ওজেল বলেন, ‘এরদোয়ানের সমালোচনায় ৯ জন তরুণকে গ্রেফতার করার সিদ্ধান্ত প্রমাণ করে যে আমাদের দেশের গণতন্ত্র খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে। তারা তাদের স্বাধীন মত প্রকাশ করেছে,যত দ্রুত সম্ভব তাদের মুক্তি দেয়া উচিত বলে মনে করি।’