গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে ।
আজ ৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি ।
আলোচনায় রাশেদ বলেন, “নুরুল হক নুর এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা ও সংকট নিয়ে এসেছিলেন, এখনও সেই সমস্যা ও সংকট বিদ্যমান। তার অবস্থা আশঙ্কাজনক।”
আজ দুপুরে রাশেদ খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আজ ভিপি নুরকে দেখতে এসে দেখি, আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাটবাঁধা রক্ত বের হলো!’ কয়েক সেকেন্ডের ওই ভিডিওকে নুরকে বেশ নিস্তেজ দেখা যায় এবং তার হাতে থাকা একটি তাওয়ালে জমাটবাঁধা রক্ত দেখা যায়।”
প্রসঙ্গত, গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদেরকে নুরের বিষয়ে বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তার চিকিৎসা দেশে করাই সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে।”
Tasin/Digital Khobor