দেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে ভিনদেশের অনেকে বিশ্ববিদ্যালয়েও ছাত্রছাত্রীরা নানা
উদ্যোগ নিচ্ছেন। খোঁজ নিয়েছেন জাহিদ হোসাইন খান
অস্থির এ সময়ে ভীষণ উৎকণ্ঠায় আছেন ভিনদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশের শিক্ষার্থীরা।
বাংলাদেশে ভাই-বোন-বন্ধুদের পাশে দাঁড়াতে না পারলেও নিজেদের মতো করে ক্যাম্পাসে এক হয়ে নানা
কর্মসূচি পালন করছেন তাঁরা।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন
বিশ্ববিদ্যালয়ের শেলডোনিয়ান থিয়েটারের সামনে। সেখানে বিভিন্ন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থীদের
পাশাপাশি যোগ দিয়েছিলেন ভিনদেশিরাও।
সমাবেশে অংশ নেওয়া পিএইচডি গবেষক মধুরিমা সেন বলেন, ‘আমরা সবাই-ই আসলে মানসিকভাবে
খুব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। দিন-রাত দেশের খোঁজ নিচ্ছি।’ সমাবেশে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী
তনিমা ইসলামের বক্তব্য, ‘র্যালিতে কথা বলার সময় আমার হাত কাঁপছিল। আমার কষ্ট কোনোভাবেই ভাষায়
প্রকাশ করতে পারছিলাম না। দেশের শিক্ষার্থীদের ওপর আক্রমণের বর্বরতা দেখে আমি স্বাভাবিক থাকতে
পারছি না। আমরা অক্সফোর্ডের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে আছি।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বাংলাদেশের বহু শিক্ষার্থী। দেশে কোটা সংস্কারের দাবিতে
আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া সহিংসতা, নির্যাতন ও গণগ্রেপ্তারের ঘটনায় নিজ নিজ বিশ্ববিদ্যালয়
ও বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিয়েছেন তাঁদের একাংশ।