শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহিবুল হাসান চৌধুরী এ সময় বাড়িতে ছিলেন না, তবে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। মেয়রের বাড়িতে হামলার ঘটনা সামাল দিতে গুলি চালিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের একটি অংশ থেকে এসব হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ের মধ্যে আগুন দেওয়া হয়েছে এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তারেক আজিজ বলেন, ‘ছাত্র আন্দোলনের মিছিল থেকে প্রথমে এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তারপর শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।’
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেন, ‘সন্ধ্যায় কিছু দুর্বৃত্ত হঠাৎ করে মন্ত্রীর বাড়ি আক্রমণ করে। এ সময় তিনি বাসায় ছিলেন না।’ শিক্ষামন্ত্রীর এপিএস রাহুল দাশ বলেন, ‘তারা বাড়ির সামনে থাকা গাড়ি ভাঙচুর করে। ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়ির দরজা-জানালা ভেঙে ফেলে। বাড়ির প্রধান ফটকও ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
এ সময় বাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।’
ভিডিও ফুটেজে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল রড, লাঠি ও হকিস্টিক নিয়ে প্রথমে শিক্ষামন্ত্রীর বাড়ির গেটে আক্রমণ করে। লাথি দিয়ে গেট খুলে ফেলে। একটি অংশ তখন চশমা হিলের রাস্তা পাহারা দেয়, আরেকটি ভাঙচুর করে। তিনটি গাড়ি ভাঙচুরের পর তারা ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির দরজা-জানালাও ভাঙচুর করে।
এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের একটি অংশ থেকে নগরের টাইগারপাসে পুলিশ বক্স ভাঙচুর এবং ওয়াসা এলাকায় চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগের এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তারা জিইসি মোড়ে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি জ্বালিয়ে দেয়। বিকেল ৩টা থেকে নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থানের পর মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা।
টাইগারপাস মোড়ে পৌঁছে তারা একটি পুলিশ বক্স ভাঙচুর করে। এরপর তারা এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়।
দুর্বৃত্তরা তার কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে।