গেল ৩ ফ্রেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি পোষ্ট যেখানে দেখা যায়,হারিয়ে যাওয়া ১১ বছর বয়সী মেয়েকে হন্যে হয়ে খুঁজছেন এক বাবা। মেয়েটির নাম আরাবি ইসলাম সুবা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ এই কিশোরী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল।
সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে তার নিখোঁজ ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।পুলিশের দেয়া তথ্যমতে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে। বর্তমানে তাদের অবস্থান নওগাঁয় শনাক্ত করা গেছে।তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুকৌশলে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন সুবা। ২০ বছর বয়সী ওই ছেলের বাড়ি উত্তরাঞ্চলে। তাদের ফেসবুকে পরিচয়। পুলিশের ওসি এস এম জাকারিয়া থেকে জানা গেছে, ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। তাই ধারণা করা হচ্ছে,সম্পর্কের জের ধরেই পালিয়ে গেছে তারা।এদিকে মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন,”সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।“তিনি আরও বলেন, “রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।“
সদ্য খবরঃ
- ‘আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি’- ফাতেমা খানম লিজা
- মাছের মাথার ভেতর কোটি টাকার ব্যাবসা
- সংস্কার কার্যক্রম নির্বাচিন সংসদের হাতে ছেড়ে দিবো নাঃ নাহিদ ইসলাম
- মাকড়শার জালের ন্যানোস্ট্রাকচারে তৈরি করা হলো বুলেট প্রুফ জ্যাকেট
- আবর্জনা পরিষ্কারে রাস্তায় নামলো ঢাকা মহানগর উত্তর বিএনপি !
- জুলাইকে বিক্রি করে চেতনা ব্যবসা করছে এনসিপিঃ জুলাই যোদ্ধা
- ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার
- পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করতে প্রায় ৪২ লাখ টাকা খরচ করলেন ইউটিউবার