বছরের শুরুতেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান চলে গেলেন ৷ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন৷ অবশেষে শেষরক্ষা আর হল না ৷অঞ্জনা রহমান ৪ জানুয়ারি মাঝরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ মৃত্যুকালে ৫৮ বছর বয়স হয়েছিল অভিনেত্রীর ৷
অভিনেত্রীর গত ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন । শুরুতে জ্বর হয়েছিল। জ্বর আসত সারা শরীর কেঁপে । একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যায়,। জাতীয় পুরষ্কার প্রাপ্ত নায়িকা পাঞ্জা লড়ছিলেন মৃত্যুর সঙ্গে । তারপর অঞ্জনা ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । তবে কোনওভাবেই আর বাঁচানো গেল না অভিনেত্রীকে৷
সদ্য খবরঃ
- আর্কটিক পারমাফ্রস্টে দেখা গেলো জম্বি ভাইরাস; হুমকির মুখে মানব সভ্যতা ।
- গুম হওয়ার অভিযোগে হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি |
- ডিবি কার্যালয়ে কোন আয়নাঘর থাকবে না ; স্বরাষ্ট্র উপদেষ্টা ।
- ভারতের মাওবাদী ও পুলিশের মধ্যে তুমুল গুলাগলি ; নিহত ৪ ।
- চলতি বছরে মোট আক্রান্ত ২৮৭; হাসপাতাল থেকে মুক্তি ৮৭৭ ।
- এই শীতে একটা প্রেমিক লাগবে ; বললেন স্বস্তিকা
- তারেক রহমানের চারটি মামলা বাতিল করলো হাইকোর্ট ।
- চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা !