আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’
৩ আগস্ট রোজ রোববার বিকেল বেলা রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা দেশে তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের তারেক রহমান প্রতি এই আহ্বান জানান । জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই সমাবেশের আয়োজন করেছে ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় নতুন ভোটার যুক্ত হয়েছে ৪ কোটি । তোমরা ভোটার হলেও তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদ চক্র । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিরাট একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কী আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহ্বান; ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও এ সময় তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’
Tasin/Digital Khobor