আজ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, হিটলার বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছে মিথ্যার পিএইচডি করতে আসতেন ।
আজ ৩ আগস্ট রোজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি ।
অ্যাটর্নি জেনারেল সেখানে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে গুম-খুন চাঁদাবাজি, টাকা পাচার বিদেশে করা হয়েছে। আর বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন মুলত এর বিরুদ্ধেই ছিল । যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে শেখ হাসিনা সেই সমিতির সভাপতি হতে পারেন। আর হিটলার বেঁচে থাকলে হয়তো মিথ্যার পিএইচডি করার জন্য শেখ হাসিনার কাছে আসতেন।
তিনি আরও বলেন, গুম-খুনের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছিলো আওয়ামী লীগ আমলে। অভ্যুত্থানে নির্মম হত্যাযজ্ঞের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। তবে এ শাস্তি যেন আইনি পরিকাঠামোয় হয়। আগামী প্রজন্মের জন্য ন্যায়বিচার চাই।
মো. আসাদুজ্জামান জানান, বিগত আমলে গুম খুনের পলিটিকাল কালচার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দরকার, যেখানে বন্ধ হবে খুনের রাজনীতি।
তিনি আরও বলেন, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই, আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি। আমরা ন্যায় বিচার চাই। দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা ন্যায়বিচার চাইব, ন্যায়বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইব।
Tasin/Digital Khobor