গত ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে বিশ্বখ্যাত রক্তদাতা জেমস হ্যারিসন ৮৮ বছর বয়সে মারা গেছেন। ২০ লাখের বেশি শিশুর জীবন বাঁচিয়েছে তার দান করা রক্ত । গর্ভবতী মায়েদের চিকিৎসায় ব্যবহৃত হতো‘গোল্ডেন আর্ম’ খ্যাত হ্যারিসনের রক্তে থাকা অ্যান্টিবডি ও অ্যান্টি ডি ।
তিনি ১৪ বছর বয়সে অস্ত্রোপচারের পর সিদ্ধান্ত নেন রক্তদাতা হওয়ার এবং নিয়মিত রক্তদান করা শুরু করেন ১৮ বছর থেকেই । প্রতি দুই সপ্তাহে তিনি রক্ত দিতেন ৮১ বছর বয়স পর্যন্ত এবং সর্বাধিক প্লাজমা দানের বিশ্ব রেকর্ড গড়েন ২০০৫ সালে , যা অক্ষুণ্ণ ছিল ২০২২ সাল পর্যন্ত ।