গত দুই দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে প্রশাসন বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ ২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে দুপুর ১২টার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করে ।
সেখানে বিক্ষোভ মঞ্চ থেকে নেতাকর্মীরা স্লোগান দেন, ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রশাসন গদি ছাড়’, ‘আহতদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের গ্রেফতার অবিলম্বে করতে হবে’।
এই বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুইদিন ধরে সংঘর্ষ হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। প্রশাসনের কতিপয় ব্যক্তি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে। তাই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
নোমান আরও বলেন, “যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “সংঘর্ষের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রশাসনের পদত্যাগ দাবি করছি। এটি আমাদের সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত। হামলার তিন দিন পার হলেও চবি প্রশাসন কোনো আইনি উদ্যোগ নেয়নি। এতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।”