গতকাল শুক্রবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করে একটি অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।সেখানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অনুষ্ঠান শেষে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন বর্জ্য নেতাকর্মীদের নিয়ে রাস্তায় ও এর আশেপাশে থাকা ময়লা আবর্জনা অপসারণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
অনুষ্ঠানের শেষ হলে আজিমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনের সড়কে পড়ে থাকা আবর্জনা অপসারণের কাজ মোস্তফা জামান প্রথম শুরু করেন । তার দেখাদেখি তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও সড়ক পরিষ্কার করতে শুরু করেন। এতে অল্প সময়ের মধ্যে সেখানে থাকা সব ময়লা-আবর্জনা পরিষ্কার হয়ে যায়। এ সময় ট্রাফিক পুলিশের সহায়তা নিয়ে মঞ্চ সরিয়ে জনসাধারণের জন্য সড়ক উন্মুক্ত করে দেয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচী আয়োজন করে । অনুষ্ঠানে সমাগম হয় প্রায় পঞ্চাশ হাজার লোকের ।
মোস্তফা জামান সেখানে বলেন,
‘জনদুর্ভোগ হোক তা আমরা চাইনা। তাই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই আমরা সড়ক খুলে দিয়েছি। এছাড়া অনুষ্ঠানে আগত অনেকেই বিভিন্ন খাবারের খোসা, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন ময়লা সড়কে ফেলেছে। সড়কের ময়লা বা বর্জ্য যাতে মানুষের দুর্ভোগে পরিণত না হয় সেই লক্ষ্যে আমরা অনুষ্ঠানের শেষে রাতে সিটি কর্পোরেশন লোকজনদের সহায়তায় সড়ক পরিচ্ছন্নতার কাজ করি। আমি নিজেও সড়ক পরিচ্ছন্ন করেছি।এখন কোনো ধরনের বর্জ্য সড়কে নেই। সাধারণ মানুষ নির্বিঘ্নে গাড়ি নিয়ে চলাচল শুরু করেছে।’
তিনি আরও বলেন,
‘সময়ের পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে রাজনীতির ধারাও পরিবর্তন করতে হবে। মানুষ এখন অনেক সতর্ক, সোচ্চার। তাই আমাদেরও অনেকটাই সতর্ক থাকতে হয়। কেউ যেন আমাদের কারণে কষ্ট না পায়, কারো যেন ভোগান্তি না হয়।’
Tasin/Digital Khobor