‘আওয়ামী লীগ ৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে চেতনা ব্যবসা করেছে, জুলাইকে নিয়ে তেমন ভাবেই চেতনা ব্যবসা শুরু করেছে এনসিপি’– এক জুলাই যোদ্ধা টিএসসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হলে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ । পরে টিএসসিতে গিয়ে সংবাদ সম্মেলন করে তাদের একটি অংশ।
এক জুলাইযোদ্ধা সংবাদ সম্মেলনে বলেন, জুলাইয়ের আহতরা ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে পারেন যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে ।
তিনি সেখানে আরও বলেন,
আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হাসপাতালে, আমার ডান পাশের বেডে যিনি ছিলেন তিনি যুবদল কর্মী ছিলেন। তিনি মিরপুর ১০ নম্বরে দুই পায়ে দুইটা গুলি খেয়েছিলেন। এখন তিনি কি এনসিপি হয়ে যাবেন? সারা দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তারা সবাই এনসিপি। আওয়ামী লীগ একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে চেতনা ব্যবসা করেছে, এনসিপি জুলাইকে নিয়ে একটি চেতনা ব্যবসা করছে।
তিনি বলেন,
‘আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আজকে সকাল থেকেই প্রশাসনের সঙ্গে কথা বলে চারপাশের রাস্তাগুলো ছেড়ে দিয়েছি, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কিন্তু আজকে সন্ধ্যার পরে গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শাহবাগ থানায় মিটিং করেছেন। পরে পুলিশ ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের আহত ভাইদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।
তিনি আরো বলেন,
‘আমরা যাতে এনসিপির সঙ্গে ৩ তারিখে আন্দোলনে যোগদান করি– এটিই ছিল তাদের পরিকল্পনা । আমরা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে, জুলাই কোনো রাজনৈতিক দলের অংশ নয়। আমরা জুলাই নিয়ে কোনো রাজনৈতিক দলকে কোন প্রকার চেতনা ব্যবসা করতে দেব না। তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাদের গঠিত সংগঠন দিয়ে হামলা চালিয়েছে জুলাই যোদ্ধাদের ওপর । তাদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছয়জন যোদ্ধা ।
এই জুলাই যোদ্ধা বলেন,
‘এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোনো রাজনৈতিক দলের একার সম্পত্তি না। জুলাই বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের।’
Tasin/Digital Khobor