আজ টাঙ্গাইলের বল্ধি গ্রামে একটি বাজারমুখি সড়কে ব্রিজ পেরিয়ে বাক নেওয়ার সময় অটোরিকশা উল্টে যায়। অটোরিকশা খাদে পরে যাওয়ার পর গ্রামবাসী সেখানকার সবাইকে উদ্ধার করে । অটোরিকশাটিতে ড্রাইভার সহ ছিল মোট ৭ জন । একজন শিশু এবং ৪ জন মহিলাও ছিলেন । খাদে পরে যাওয়ার পর সবাইকে সেখান থেকে উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয় । এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার শিকার হওয়া সবাই ওই গ্রামের মানুষই ছিলেন।
Tasin/ DBN