গতকাল ১ মার্চ শনিবার রাত ১০টা থেকে বিজয় রাজধানীর সরণি, নিউ মার্কেট, আগারগাঁও ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে চুরি ও ছিনতাই রোধে অভিযান চালিয়েছে । সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত টহল ও তল্লাশিতে পরিচালিত হয় এই অভিযান ।
ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এই বিষয়ে জানান, রমজান মাস উপলক্ষে এই অভিযান শুরু হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য । রাজধানীতে শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং রাজধানীতে পাঁচশতাধিক স্থানে টহল দেওয়া হচ্ছে । তল্লাশি করা হচ্ছে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহী, সন্দেহভাজন ব্যক্তি এবং প্রাইভেট কার । অভিযানে কয়েকজনকে মাদক ও অপরাধপ্রবণ এলাকা থেকে আটক করা হলেও তাদের পরিচয় জানা যায়নি তাৎক্ষণিকভাবে।