অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ বা ‘৮৪০’ সিনেমাটি নির্মাণ করেছেন । ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এর মধ্যদিয়ে সিনেমার প্রযোজক হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করলেন । সিনেমা হলের চলার পাশাপাশি টেলিভিশনের পর্দায় ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে ‘৮৪০’ দেখবে দর্শক, এটি জানা গেল মুক্তির ২০ দিন পর ।
১ জানুয়ারি ( রোজ বুধবার)সংবাদ সম্মেলনটি ছিল রাজধানীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রাঙ্গণে । সেখানে বলা হয়, সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে ‘৮৪০’টেলিভিশনের পর্দায় দেখবে দর্শক।
নুসরাত ইমরোজ তিশা সংবাদ সম্মেলনে বলেন, এটি সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হবে – এমনটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনদিন হয়নি । দর্শকদের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ,সকল দর্শক সিনেমাটি দেখতে চায়।
যেহেতু সিনেমায় আওয়ামী লীগ সরকারের দুঃশাসন উঠেছে তাই কোনো হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্ন করলে তিশা হ্যাঁ সূচক উত্তর দেন। তিনি বলেন, সেই সঙ্গে ছড়িয়ে দেয়া হয়েছে আমার ব্যক্তিগত ফোন নাম্বার ।
তিশা জানান, সিনেমা মুক্তির পর সবচেয়ে বড় বিষয় দর্শক পছন্দ করেছে কিনা ।
প্রথম ২০ দিনে ছবিটি কেমন ব্যবসা করেছে এমন প্রশ্ন করলে তিশা বলেন,সিনেমাটি বেশি দেখছে শিক্ষার্থীরা । আমরা ব্যবসা নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি ।