বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ লুটপাট করার মেশিন এবং ব্যবসার খাত বানিয়েছিলো বলে জানান বিএনপির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দাবি করেন, আওয়ামী সরকার ৫০০ মিলিয়ন ডলার আর ক্যাপাসিটি চার্জের নামে ১ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ খাত এবং বাজেট এর থেকে ।
গুলশানে আজ ২ জানুয়ারি (বৃহস্পতিবার ) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুকু এমন দাবি করেন ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে । এর সাথে সামিট সহ এরও ৫ তই কোম্পানি জড়িত বলে জানান তিনি । দ্রুত সরকারকে এসব চুক্তি প্রকাশ করতে হবে বলেও তিনি দাবি করেন ।
এসময় বিএনপি মহাসচিব জানান, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানী খাতের সব চুক্তি চেক করবেন ।