নিজস্ব প্রতিবেদক:
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল ১৫৫ জন স্যালন মালিক, সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) এক মেগা ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’ আয়োজন করা হয়।
এবারের অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিল ‘হারল্যান’ এবং আয়োজনে ছিল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব্যাব)। ইভেন্টের অন্যতম চমক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূজা চেরি। আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন।
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন তিনি বলেন, “সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে বাংলাদেশের বিউটি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টে এই সংযুক্তি সৌন্দর্যপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে।”
এখানে উল্লেখ্য কনফারেন্সে আগত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল হারল্যানের ডিসপ্লে স্টল সেখানে তাদের সকল পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়েছে সবাই। অনেকেই স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহার করে তাদের স্কিনের সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করে নিয়েছে। অথেনটিক কসমেটিকসের দেশের নির্ভরযোগ্য সর্ববৃহৎ রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’ এর প্রতি ক্রেতা সাধারণের আস্থা দিন দিন বেড়েই চলেছে। ভোক্তাদের দোরগোড়ায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য পৌঁছে দিতে হারল্যান দৃঢ়প্রতিজ্ঞ। এখন বেশিরভাগ কাস্টমারই চান এক ছাদের নিচে কীভাবে তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলা যায়। এক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী পাওয়া গেলেও কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার সামগ্রী হাতের কাছে পাওয়া কঠিন। তাই, সম্মানিত ক্রেতাদের মানহীন ভেজাল পণ্য থেকে মুক্তি দিয়ে তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান।