রাজধানীর বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, বুধবার প্রতি ডলার ১২৪-১২৫ টাকা দরে বেচাকেনা হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানে আবার তা ১২৪ টাকা ৫০ পয়সা।
বিক্রেতারা জানান, বিদেশ থেকে ফেরার সময় প্রবাসীরা যে ডলার নিয়ে আসেন খোলা বাজারে সেসব ডলার বিক্রি হয়।
চলমান পরিস্থিতিতে মানুষ আসা কমে যাওয়ায় ডলার সরবরাহ কমে গেছে। সংকট তৈরি হওয়ায় দাম বেড়ে গেছে।
ধানমন্ডির রয়েল মানি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক ডিজিটাল খবরকে বলেন, “ব্যাংকের নির্ধারিত রেট ১১৮ টাকা। আমরা এক টাকা বেশি ১১৯ টাকায় বিক্রি করেছি আজকে।
কিন্তু বাস্তবে ডলার এখন নেই।”
“যেসব কাস্টমাররা বাইরে থেকে আসে তাদের কাছ থেকে আমরা ডলার কিনি। আগে থেকেই সরবরাহ কম ছিল। এখনকার অ্যাবনরমাল সিচুয়েশনের কারণে ডলারের সরবরাহ আরো কমছে,”
বলেন মি. হক।
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং
কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় গত ১৬ই জুলাই থেকেই থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ।
অথচ মাত্র এক মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো বাংলাদেশে। যার পরিমাণ ছিল দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় ১৯শে জুলাই থেকে ২৪শে জুলাই সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার।
অথচ মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে সাত কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
১৬ই জুলাই কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে।
১৯শে জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা সম্ভব ছিল না।
এরই মধ্যে সামাজিক মাধ্যমে রেমিট্যান্স না পাঠানোর ক্যাম্পেইন শুরু হয়। ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ায় খোলা বাজারে প্রভাব পড়েছে।
যদিও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বিবিসি বাংলাকে বলেছেন,
“ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন থাকলে ধীরে ধীরে প্রবাসী আয় স্বাভাবিক হয়ে আসবে। কারণ এ আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নেয়া হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামে ব্যাংকগুলোকে ডলার বেচাকেনা করতে হয়। বুধবার ডলার প্রতি এ দাম ১১৮ টাকা নির্ধারিত ছিল।
কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছর ধরেই ডলার সংকটের যে ধারাবাহিকতা তা এখনো চলছে। তবে নির্ধারিত মূল্যেই ডলার বিক্রি হয় ব্যাংকগুলোতে।
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের এক্সচেঞ্জ রেট এ বছরই বাজার-ভিত্তিক হবে বলে আশা করা হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি আরো সংকট বাড়িয়ে তুলেছে। ফলে মূল্যস্ফীতি আরো বেড়ে যেতে পারে।
পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বিবিসি বাংলাকে বলেন, “একটা আশা ছিল মে মাসে এক্সচেঞ্জ রেটটা বাজারভিত্তিক করা, ইন্টারেস্ট রেট বাজার-ভিত্তিক করা। এক্সচেঞ্জ রেটটা স্থির হয়ে যাচ্ছিল। আড়াই মাস স্থির ছিল, ১১৭-১১৮ টাকার মধ্যেই ছিল। আশা ছিল এটা থাকলে আগামী চার-পাঁচ মাসে ইনফ্লেশন কমে আসবে।”
“কিন্তু এখন যে চিত্র তাতে বড় রকমের আউটপুট লস হয়েছে আমাদের। এতে সামগ্রিক অর্থনীতিতে এক লাখ কোটি টাকা বা দশ বিলিয়ন ডলারের মতো লস হয়েছে,” বলেন মি. মনসুর।
সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আবার অভ্যন্তরীণ কারণে চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক পণ্যের সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।
এসব কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলে জানান তিনি। ।
মি. মনসুর বলেন, “ডলারের এই এক্সচেঞ্জ রেটের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কারণ রেমিট্যান্সের প্রবাহে বড় রকমের পতন হয়েছে। হয়তো এটা থেকে উত্তরণ ঘটবে। কিন্তু পুরোপুরিভাবে আগের অবস্থায় যেতে পারবো কি না সেটা নিয়ে সন্দিহান।”