ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আজ চরমভাবে ব্যাহত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার রাত থেকে ১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে সক্ষম হয়নি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকার কারণে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ডাইভারশনের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।
আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। এরপর ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

