ঢাকা, ১ মে ২০২৫: ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) এর আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ মে, ২০২৫ ইং বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে এবং খেলাটি চলবে ১২ মে, ২০২৫ পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭ টি। এই প্রোফেশনাল ক্রীড়া ইভেন্টটি দেশের মিডিয়া সেলিব্রিটি খেলোয়াড়দের অংশগ্রহণে একটি নতুন মাত্রা নিয়ে আসবে, যেখানে জনপ্রিয় তারকারা তাদের খেলাধুলার দক্ষতা প্রদর্শন করবেন। ক্রিকেট খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
১ মে, বৃহস্পতিবার রাত ৮ টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়ালটন কেবল প্রেজেন্টস “সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি)” এর ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স নামে চারটি টিম নিয়ে আলোচনা করা হয়। এ সময় ৪ টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন। আরও উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, রোশান, নাদিয়া, তৌসিফ, জেফার, কর্নিয়া, আরেফিন রুমি, দীপা খন্দকার, তাসনিয়া ফারিন, পার্থ শেখ, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, রাশেদ সীমান্ত, সাজ্জাদ খান সান, সারিকা সাবরিন, আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক, শ্যামল মাওলা, কন্টেন্ট ক্রিয়েটর বাপ-কা-বেটা এবং মাশরুর ইনান (কিটো ভাই) সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে ক্রিকেট খেলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
ক্রীড়া ইভেন্টটির টাইটেল ওয়ালটন কেবল এবং ওয়ালটন লিফট, পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, টীম স্পনসর স্বপ্নধরা এসেট ডেভেলপমেন্টস লিমিটেড, ক্যাপ এবং টীম স্পনসর জেভিকো ইলেকট্রনিক্স লিমিটেড, আইস ক্রিম পার্টনার পোলার, স্পনসর ক্লাব-১১,ইভেন্ট পার্টনার এইস, পিআর পার্টনার ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন,ডিজিটাল পার্টনার এস টেক সলিউশন এবং ক্রীড়া ইভেন্টটির আয়োজক এর ভূমিকায় রয়েছেন এসএস স্পোর্টস।
ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) এর টুর্নামেন্ট অর্গানাইজিং টিমে অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ইশতিয়াক সাদেক, চেয়ারম্যান অভিনেতা জাহিদ হাসান, সেক্রেটারি ওয়াসিম খান, কনভেনর অভিনেতা ইরফান সাজ্জাদ, ট্রেজারার সাজ্জাদ খান সান, মেম্বার রেজাউল আহসান সিকদার (রেজা) সহ আরো অনেকে। এছাড়া টেকনিক্যাল টিম এডভাইজার হিসেবে রয়েছেন ওয়াসিম খান ও টেকনিক্যাল ডিরেক্টর রনি।
এ বছর, “সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি)” উদ্দেশ্য শুধুমাত্র একটি উত্তেজনাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা নয়, বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।