গতকাল ৯ মার্চ রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এর কারণ হিসেবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক ঐক্যমত্যের অভাবকে উল্লেখ করেন।
এই ইফতার মাহফিলে নুর বলেন, ৪০০ আসন ভবিষ্যৎ সংসদে হলে অন্তত ১০ শতাংশ আসন প্রবাসীদের জন্য বরাদ্দ রাখা উচিত। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যকারিতা নিয়ে বলেন, তারা দেশের কোনো দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি বিগত ছয় মাসের মধ্যে এবং তারা ব্যর্থ হয়েছে সিন্ডিকেট ভাঙতেও ।
তিনি ধারাবাহিক ধর্ষণের ঘটনাগুলো উল্লেখ করে সরকারকে ‘অতি দুর্বল’ বলে মন্তব্য করেন এবং সমালোচনা করেন বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে সরকার গঠনের ।