গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে গুলশানে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ..
তিনি বলেন, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না তারা , অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান। এদিকে, ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হচ্ছে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং, নিরাপত্তা চৌকি ও যানবাহনের তল্লাশি কার্যক্রম , পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনীর টহল টিমও।