নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে।৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) দুপুর ১টায় বাড়ির আসবাবপত্র ও একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা ।
আন্দোলনকারীদের অভিযোগ এই যে, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা ও উসকানিমূলক বক্তব্যের জন্য দায়ী ওবায়দুল কাদের । এই হামলা চালানো হয়েছে তার প্রতিই ক্ষোভ প্রকাশ করার জন্যই ।
এর আগে,৫ ফেব্রুয়ারি (বুধবার) ফেসবুকে ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা বুলডোজার নিয়ে এই হামলার ডাক দেয়। স্থানীয়রা এ ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমায় এবং সকাল থেকেই বাড়ির সামনে সাংবাদিকরা অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা । তবে ওই বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, কেবল রয়েছে তার ছোট ভাই কাদের মির্জার ঘর ।
এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই হামলার বিষয়ে ।