অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান সরকারের সকল ধরনের কার্যক্রমের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করবে। ৫ ফেব্রুয়ারি (বুধবার ) তিনি জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করেন এবং তিনি জানান, সংস্কার বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য প্রয়োজন, তাই এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি এ রিপোর্টকে “জাতির জন্য বিশাল সংবাদ” উল্লেখ করে কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, এটি স্পর্শ করবে প্রত্যেক নাগরিককে , কারণ এটি প্রভাবিত করে দরিদ্র থেকে ধনী—সবাইকে। তিনি নাগরিকদের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই সংস্কারের মাধ্যমে।
প্রতিবেদনটি হস্তান্তর করা হবে জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির কাছে , যেন তারা একমত হতে পারেন। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীর জন্যও গুরুত্বপূর্ণ, তাই প্রতিবেদনটি ইংরেজি অনুবাদ করা উচিত।
প্রধান উপদেষ্টা মন্তব্য করেন যে, ইতিহাসে এই রিপোর্ট স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানের কর্মকাণ্ডের ভিত্তিতে বিচার করবে যে, সুযোগ থাকার পরও কেন করা হয়নি প্রয়োজনীয় সংস্কার ।