গত পহেলা ফেব্রুয়ারি শনিবার সিদ্ধেশ্বরী কলেজে অনুষ্ঠিত হয় এই নবীন বরণ অনুষ্ঠানটি |
অনুষ্ঠানটির উদ্বোধনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রসেস প্রফেসর ডঃ এ এস এম আমানুল্লাহ নিম্নোক্ত বক্তব্য প্রদান করেন ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিরোনামহীন ব্যান্ড।তবে অনুষ্ঠানটি আরও জাঁকজমক করে তুলেছেন শিরিন শিলা ও তার দল এবং এই কলেজ ব্যান্ড রিকানেক্ট ।
অনুষ্ঠানটি ছিল মূলত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ (পরীক্ষার্থী) ২০২৬ ও অনার্স প্রথম বর্ষের জন্য ।
এছাড়াও সারাদিনব্যাপী কলেজকে মাতিয়ে রেখেছেন সিদ্ধেশ্বরী কলেজের সাংস্কৃতিক সংগঠন।
বিশাল বাজেটের এই নবীন বরণে নাচে গানে এবং বড় বড় ব্যান্ডের আয়োজনের কোন কমতি ছিল না ।কলেজে শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা ফুটে ওঠে এই অনুষ্ঠানে।
অংশগ্রহণকারীর সকলেই জাতীয় সংগীত পরিবেশনা থেকে শুরু করে সম্পূর্ণ অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছেন
সকল কলেজ শিক্ষার্থীর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানটি চলে রাত ১১ টা পর্যন্ত এর মাঝেই রাত 9 টায় এসে উপস্থিত হন শিরোনামহীন ব্যান্ড যার ফলে অনুষ্ঠানটি আরো জাঁকজমক হয়ে ওঠে।বর্তমান তরুণ সমাজের প্রাণের একটি গান এই অবেলায় গানটির জন্য সকলেই অপেক্ষা করতে থাকে এবং এই গানটি ছিল এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ ।পরিশেষে কলেজের সকল শিক্ষার্থী অত্যন্ত আনন্দিত ।