যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলএর আগুন দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরে পেয়েছে ওই এলাকার বাসিন্দারা। অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এপর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন। এবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন সর্বমোট মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত ১০ দিন ধরে দাবানলের একটানা আগুনে জ্বলেছে লস অ্যাঞ্জেলসের উপদ্রুত এলাকা। ১২ হাজারের বেশি ঘরবাড়ি চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে । পুড়ে যাওয়া এলাকাগুলোতে জমে থাকা বিষাক্ত বর্জ্য পদার্থ অপসারণে কাজ করে যাচ্ছে শহর কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও গ্যাসলাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ একদমই বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোয় ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরও অনেকাংশে বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি করছে।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোমধ্যে আগুনে সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দাদের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। তবে তাদের অন্তত এক সপ্তাহ ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।