স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সীমান্ত নিরাপদ আছে জানিয়ে বলেছেন যে, সবটুকু রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ এর কোনোরকম ক্ষতি করতে পারবে না।
১৯ জানুয়ারি (রোববার ) দুপুরবেলা রাজধানী ঢাকার তেজগাঁও ভূমি অফিসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন যে, আগের সরকার সীমান্ত নিয়ে একটুও ভাবেননি, এখনকার সরকার এই নিয়ে ভাবছেন বলেই এই উত্তেজনা। আগে এই ব্যাপারে ছাড় দেয়া হলেও এখন সীমান্তে সামান্যতম ছাড় দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ প্রবেশ করতে পারবে না।
তিনি এই নিয়ে বলেন, বিএসএফ আর বিজিবির মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছে। চাপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি অতি তাড়াতাড়ি সমাধান হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা , এটি না কমলে দেশকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা দুর্নীতি করলে আপনারা সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়-স্বজন অনেকজন বেড়ে গেছে! কেউ আমাদের পরিচয় দিয়ে সুবিধা নিতে চাইলে আপনারা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।