প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে দেয় উশৃঙ্খল গাড়িচালকরা। এমতাবস্থায় রুট পারমিটবিহীন যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ না থাকা এবং হেলমেটবিহীন মোটরযান চালানোসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ১৩টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম নগরের সিটি গেইটে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরের সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অনেককে সতর্ক করা হয়েছে। মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার এবং বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা এবং সার্বিক সহযোগিতা করেন আকবর শাহ থানার পুলিশ সদস্যরা।