ময়মনসিংহের ফুলপুরে দুঃস্থ, গৃহহীন ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা এ ঢেউটিন বিতরণ করেন। এ সময় ভুক্তভোগীরা ঢেউটিন পেয়ে চোখের জল মুছতে মুছতে বলেন, এমন ইউএনও আছে দেখেই আমাগোর মত মানুষের স্বপ্নগুলো পূরণ হচ্ছে। না হলে পলিথিনে মোড়ানো, ভাঙ্গা কুঁড়েঘরেই এই শীতে ঘন কুয়াশা আর ঝড় ভাদলেয় থাকতে হতো। কত মানুষ আইলো গেল আমাদের খবর কেউ রাখল না। এমন একজন ইউএনও পাওয়া আমাদের ভাগ্যের বিষয়।
এ সময় সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “সরকারের উন্নয়ন ও মানবিক সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যাতে ঘরহীন বা অসহায় অবস্থায় শীতে বা বর্ষায় কষ্ট না পায়—এটাই আমাদের লক্ষ্য।” তিনি আরো বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে ১৩ জনকে যাচাই-বাছাই এর মাধ্যমে এ ঢেউটিন দেওয়া হয়। ধাপে ধাপে আরও অসহায় পরিবারের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত স্থানীয়দের অনেকে জানান, দীর্ঘদিন ধরেই তারা ঘর মেরামতের জন্য সহায়তা পাওয়ার অপেক্ষায় ছিলেন। ঢেউটিন পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। প্রশাসনের এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে।

