দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই– এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা সবসময় থাকবেই। আমরা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।
বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে দাবি মেনে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য তিনি ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার।
হত্যাযজ্ঞ করে যারা তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে– এমনটি উল্লেখ করে রিজভী আরও বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন । অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে অনেক মানুষ হত্যা করে তিনি তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন । বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই হয়েছে।
এসময় তিনি জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানান এবং বলেন, জনস্বার্থে আপনারা কাজ করুন।

