‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় ময়মনসিংহের ফুলপুরে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পিআইও বেগম শাহীন, পল্লী উন্নয়ন অফিসার, মোহাম্মদ রাশিদুল ইসলাম, ফুলপুর থানার সেকেন্ড অফিসার(এসআই) সানাউল্লাহ, পরিসংখ্যান অফিসার রুনা আক্তার, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় দিন বিভিন্ন সংগঠনের সভাপতি সহ বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া উচিত প্রতিটি মানুষের কর্তব্য।

