চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন আক্রান্ত হয়েছেন ব্রেন টিউমারে । এই নায়ক বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন । এমন অবস্থায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা নায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গিয়েছিলেন।
রোজিনা ইলিয়াস কাঞ্চন সঙ্গে দেখা করে জানিয়েছেন, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর নিয়মিত যোগাযোগ বজায় রাখেন অভিনেতার পরিবারের সঙ্গে । সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।
রোজিনা বলছেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি।”
রোজিনা আরও জানান, “কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।”
এদিকে গত শুক্রবার ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় এক বিবৃতিতে বলেন, “বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”
তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে জয় হতাশা প্রকাশ করে বলেন, “দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

